রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোদালা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাজল বণিক সভাপতি এবং সজল দে সাধারন সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার(২ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব কোদালার শ্রী শ্রী ভূবনেশ্বর মন্দিরে ১২নং কোদালা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা দুলাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোদালা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বদিউল আলম। উদ্বোধন ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি শৈবাল চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুপায়ন সুশীল। জয় চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডাঃ রুপন কান্তি শীল, যুগ্ম সাধারন সম্পাদক শুভ শীল, সাংগঠনিক সম্পাদক সুবেল দেব, অর্থ সম্পাদক টিপলু নাথ, সহ অর্থ সম্পাদক বাদল কান্তি নাথ, সমাজ কল্যাণ সম্পাদক সুমন কান্তি দে, উপজেলা পূজা সম্পাদক শিবু চক্রবর্তী, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি শিপন সাহা, সাধারন সম্পাদক সুমন কুমার দে, দপ্তর সম্পাদক ছোটন দে, মহিলা সম্পাদিকা আন্না বিশ্বাস, রাজীব দত্ত, নির্মল চন্দ্র দাশ, প্রদীপ মল্লিক, মাস্টার পরেশ সাহা, ডাঃ সচীন চৌধুরী, জিৎ শর্মা, অনিক প্রমুখ।
উল্লেখ্য প্রাথমিকভাবে পাঁচ জনের নাম ঘোষণা করা হলেও আগামী সাত দিনের মধ্যে ৪১জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।