[english_date] | [bangla_day]

নাগরিক সেবায় কর্পোরেশনের চালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রেজাউল ক‌রিম চৌধুরী

চিটাগাং মেইল: নাগ‌রিক সেবায় ক‌র্পো‌রেশ‌নের চালক‌দের ভূ‌মিকা অত্যন্ত গুরুত্ব পূর্ণ ব‌লে মন্তব্য ক‌রেন চ‌সিক মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী। শুক্রবার ২ অক্টোবর বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাঁর বহরদারহাটস্থ নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মত‌বি‌নিময় সভায় মি‌লিত হন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজী মোঃ নাজিমউদ্দিনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় বক্তব্য রাখ‌তে গি‌য়ে রেজাউল ক‌রিম চৌধুরী আ‌রো ব‌লেন, সি‌টি ক‌র্পো‌রেশ‌নের সা‌র্বিক কর্মকা‌ন্ডের সা‌থে চালক‌দের সম্পৃক্ততা র‌য়ে‌ছে। প‌রিচ্ছন্নতা, আ‌লোক ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকান্ডসহ সং‌শ্লিষ্ট কা‌জে দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মী‌দের প‌রিবহ‌নসহ প্রায় সব কা‌জের সফলতার অ‌নেকটা চালক‌দের উপর নির্ভর ক‌রে। তাই, জী‌বিকা অর্জ‌নের পাশাপা‌শি জন‌হিতকর কর্মকান্ড সম্পন্ন ক‌রে তৃ‌প্তি লা‌ভের বিরাট‌ সু‌যোগ আপনা‌দের র‌য়ে‌ছে। সক‌লে চাই‌লে এ সু‌যোগ পায়না। তাই চালক‌দের স্বচ্ছলতা ও অন্যান্য মৌ‌লিক চা‌হিদা পূর‌ণ যেমন ক‌র্পো‌রেশ‌নের দা‌য়িত্ব, তেম‌নি চালকরাও একাগ্রতা, নিষ্ঠতা, সময়ানুব‌র্তিতা, নিয়মানুব‌র্তিতার মধ্য দি‌য়ে ক‌র্পো‌রেশ‌নের সেবার মান উন্নয়‌নে অনন্য ভূ‌মিকা রাখ‌তে পা‌রে।

মত‌বি‌নিময়‌ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সা‌বেক ছাত্র‌নেতা কে.বি.এম. শাহাজাহান, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল আলম, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশ। এছাড়াও বক্তব্য রা‌খেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আজিম হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা মোঃ হানিফ, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদস্য সাহেদ আহমদ, সদস্য খোকন বনিক, সদস্য মোঃ ইউসুপ প্রমুখ।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়