[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডিসিসহ ৪৬ জনের নতুন করে করোনা শনাক্ত

চিটাগাং মেইল : চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২০ জন। এদিন মৃত্যু হয়েছে একজনের।গত বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৭ জন নগরের এবং ৯ জন উপজেলায়।

এদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর চার দিন আগে তার স্ত্রীর শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

এ প্রসঙ্গে জেলা প্রশাসনের স্টাফ অফিসার রাজিব হোসেন বলেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। স্যারের জ্বর ও কাশি রয়েছে। উভয়েই নগরীর ডিসি হিলস্থ সরকারি বাসভবনে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এবং তার স্ত্রী ও এক ছেলের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়