[english_date] | [bangla_day]

কক্সবাজারের এসপি মাসুদ হোসেনকে বদলী

নিজস্ব প্রতিবেদক: টেকনাফে মেজর (অব.) সিনহাকে গুলি করে হত্যার পর টেকনাফের সাবেক ওসি প্রদীপকাণ্ডে আলোচিত কক্সবাজারের বির্তকিত পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে অবশেষে বদলী করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

এসপি এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী রেঞ্জে বদলী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জে সদ্য যোগ দেয়া উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন।

তিনি জানান, কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী রেঞ্জের ঝিনাইদহের এসপি হিসেবে বদলী করা হয়েছে। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজারের এসপি হিসেবে বদলী করা হয়েছে।

উল্লেখ্য- কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনায় কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়