সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পৌর টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে টোল আদায়কারী ইজারাদার কর্তৃপক্ষের দিকে। গত ৭ এপ্রিল ২০২০ সীতাকুণ্ড পৌরসভা কর্তৃক টোল আদায়ের নির্ধারিত ছকে টোল আদায় ফি নির্ধারণ করলেও সেখানে অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদার কর্তৃপক্ষ।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার টোল আদায়ের রশিদে সিএনজি, অটোরিকশা , টেম্পু থেকে নির্ধারিত ছক অনুযায়ী ১০ টাকা নেয়ার নিয়ম থাকলেও নেয়া হয়েছে ১৫ টাকা। এভাবে প্রতিটি গাড়ি থেকে নিয়মের তোয়াক্কা না করেই প্রতিদিন চালকদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে বাড়তি টাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে আনুমানিক ২০০ গাড়ি থেকে এভাবে ডাকাতি করে যাচ্ছেন ইজারাদার কর্তৃপক্ষ।
বাড়তি টোল আদায়ের বিষয়টি জানতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে মোবাইলে একাধিকবার কল দিয়ে জানার চেষ্টা করলেও এই বিষয়ে কিছু জানা যায়নি।