[english_date] | [bangla_day]

দেওয়ানবাজার সিএন্ডবি জামে মসজিদে শিক্ষা উপমন্ত্রীর সোলার প্যানেল প্রদান

চিটাগাং মেইল : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে দেশের মানুষ যেন সঠিকভাবে কাজকর্ম করে চলতে পারে সেদিকে নজর রাখছেন।

সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে চাকরি, ব্যবসা-বানিজ্যসহ সঠিকভাবে চালিয়ে যেতে পারে মতো সংশ্লিষ্ট স্ব স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অনুদান অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল(এম পি) দেওয়ানবাজার সিএন্ডবি জামে মসজিদ উন্নয়নে ৫০০ওয়ার্ট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বরাদ্দ করেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ ও চকবাজার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনসারুল হক মসজিদ প্রকল্প কমিটির কমিটির সাধারন সম্পাদক চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল হক চৌধুরীর হাতে সোলার প্যানেল হস্তাস্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, চকবাজার থানা আওয়ামী লীগের সদস্য নাজমুল হক বাচ্চু, পেশ ইমাম হাফেজ মোঃ নুরন্নবী, মোঃতানভির সহ মুসল্লী বৃন্দ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়