[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় ৬বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ৬ বছরের শিশু ধর্ষনের ঘটনায় আবদুল খালেক (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার শিলক থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে প্রেরণ করা হয়। আসামী আদালতে ধর্ষনের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , আসামীর বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায়। তিনি পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় মো. হাসান নামে এক ব্যক্তির বাগানে কেয়ারটেকার হিসেবে চাকুরি করেন। ২৫ আগষ্ট বিস্কুটের লোভ দেখিয়ে ফলের বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষন করে কাউকে না জানানোর হুমকি দেয়া হয়। ঘটনার কয়েকদিন পর ওই শিশুর শরীরে ব্যাথা অনূভুত হলে তাঁর মায়ের কাছে ব্যাথার কথা বলতে গিয়ে ঘটনা জানাজানি হয়। ধর্ষনের শিকার ওই শিশুর মা রোববার (৩০ আগষ্ট) রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

ভিকটিমের মা জানান, তাঁর শিশু কন্যাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে ধর্ষন করে। ঘটনার ৪ দিন পর ওই শিশু কন্যা শরীরে ব্যাথার কথা বলার পর বিষয়টি জানতে পারি। আসামীর বিরুদ্ধে এর আগে এলাকায় একাধিক শিশু ধর্ষন ও চেষ্ঠার অভিযোগ রয়েছে। ”

ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে ঘটনার বর্ণনা দিয়ে দোষ স্বীকার করেছেন।”

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়