কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পিলটকাঁটা খালে ঠেলা( টাংগা) জ্বালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। জানা যায়,কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের শাহাজীর পাড়া এলাকার জামাল উদ্দিনের শিশু ছেলে মোঃ তানজিল(১২) গত ৯ আগষ্ট রবিবার সকালে পিলটকাঁটা খালে ঠেলা (টাংগা) জ্বাল দিয়ে মাছ ধরতে যায়।
জাল ঠেলতে ঠেলতে পিলটকাঁটা খালের কিল্লা পাড়ার পূর্ব দিকে গেলে এ বিরল প্রজাতির মাছ টি জ্বালে আটকা পড়ে। তখন শিশু তানজিল বিরল প্রজাতির মাছ টি দেখে ভয়ে জ্বাল পেলে বাড়িতে চলে যায়।
তার ভাই দিদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাছটি ধরে বাড়িতে নিয়ে আসেন।
তখন থেকে উৎসুক জনতা এ বিরল প্রজাতির মাছ টি দেখার জন্য শিশু তানজিলের বাড়িতে ভিড় জমাচ্ছে। অনেকের অনেক কৌতুহলে শেষ নেয়। বিরল প্রজাতির এই মাছের ওজন প্রায় ১ কেজি। তিনটি চোখ, একটির পাশে এস আকৃতির চিহ্ন রযেছে,পাঁচটি কাটা,গায়ের রং সোনালী কালারের চক্রবক্র রেখা দ্বারা আবৃত। মাছটির নিচের দিকে মুখমণ্ডল রয়েছে।
লেমশীখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল হোসেন সাংবাদিকদের মুঠোফোনে এ তথ্য জানালে সাংবাদিকরা গিয়ে মাছটি দেখতে পায়। এ বিরল প্রজাতির মাছটি চিহ্নিত করার জন্য মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানায় এলাকার সচেতন মহল।