[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ৮ বিদেশযাত্রীর করোনা শনাক্ত

চিটাগাং মেইল : চট্টগ্রামে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৩৫১ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট করতে গত ২০ জুলাই থেকে সিভিল সার্জন কার্যালয়ে রেজিস্ট্রেশন শুরু হয়। প্রথমদিন ৬৩ এবং দ্বিতীয় দিন ২৮৮ জনের পরীক্ষা করা হয়। এতে মাত্র ৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। রেজিস্ট্রেশনের জন্য প্রথম দিন একটি বুথ বসানো হলেও পরের দিন থেকে আরও একটি বুথ বাড়ানো হয় বলে জানান এই কর্মকর্তা।

করোনা টেস্ট করতে বিদেশগামী যাত্রীদের জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাড়ে তিন হাজার টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হয়। পরে সেখানেই ইপিআই ভবনের নিচতলায় দুটি বুথে নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হয়।

এর আগে গত ১৮ জুলাই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এরপর বিদেশগামী যাত্রীদের পরীক্ষা করানোর জন্য ১৬টি ল্যাব নির্দিষ্ট করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়