নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সকল সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার ও করোনা প্রতিরোধের মাস্ক, সাবান ও হ্যান্ড গ্লাব বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ।
মঙ্গলবার ২১ জুলাই দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী এবং ভারপ্রাপ্ত সা: সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের হাতে এসব স্বাস্থ্য উপকরণ তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের প্রধান করণীয় হলো প্রত্যেক ব্যক্তিকে সচেতন হওয়া। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে অংশ হিসেবে সাংবাদিকদের ভূমিকা বেশী প্রয়োজন। তবে এই করোনা সংকটে প্রেসক্লাবের সাংবাদিকেরা প্রশাসনের পাশে থেকে অনেক সহযোগিতা করে আসছেন তাই আমরা সবাই আরও একটু সচেতনতা হওয়ার লক্ষে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।