থানচি প্রতিনিধি : করোনা পরিস্থিতি ও পজেটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বান্দরবান সদর পৌরসভা ও লামা পৌরসভায় রেড জোন ঘোষনা করেন কর্তৃপক্ষ। যার কারণে বন্ধ থাকে বাস চলাচল এবং তা কার্যকর শেষ হয় ২১দিন পর।
এই বিষয়ে থানচি বান্দরবান সড়কের বাস লাইনম্যান মংসানু মারমা থেকে জানতে চাইলে তিনি বলেন, কালকে বান্দরবান থেকে একটি বাস পরীক্ষামুলকভাবে থানচিতে আসছে সেটা আজকে থানচি ছেড়ে গেছে। সামাজিক দুরত্ব বজায় রেখে দুই সিটে এক যাত্রী প্রতি ৩২০টাকা করে নেওয়া হচ্ছে ।
বাস ষ্টেশনে কথা হয় এক যাত্রীর সাথে, তিনি বলেন ৩২০টাকা ভাড়া হলে একটু বেশী হচ্ছে ৩০০ হলে ভালো হতো। আশা করছি কর্তৃপক্ষ ভাড়ার বিষয়টি বিবেচনা করবেন।