সীতাকুণ্ড প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল বাঁকের ভুঁইয়া।
১৯ জুলাই রবিবার সকাল ১০ টায় সীতাকুণ্ড পৌরসভার সামনে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঘোষিত সারাদেশে ১ কোটি বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচি উপলক্ষে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ এই চারা রোপণ কর্মসূচি পালন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া,রতন মিত্র, মেসবাহ উদ্দিন চৌধুরী,বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী,বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।