[english_date] | [bangla_day]

চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসায় এ রহমান গ্রুপের অর্থায়নে পুকুর ঘাট নির্মাণ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় পুকুর ঘাট ও গেইট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ রহমান গ্রুপের অর্থায়নে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে ১২ ধাপ বিশিষ্ট ৪০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রশস্ত পুকুর ঘাট নির্মাণের কাজটি শেষ করা হয়েছে। করোনা ঝুঁকিতেও এই পুকুর ঘাট ও গেইট নির্মাণে এ রহমান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব কোরবান আলীর এমন মহান উদ্যোগকে প্রশংসনীয় বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা সুত্র জানায়, গত ৫ মাস আগে মাদ্রাসার পুকুর ঘাট ও গেইট নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। কাজটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মোনাফ তালুকদার, বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানি, অধ্যক্ষ আবু তৈয়্যব চৌধুরী, মরিয়মনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম, সদ্য প্রয়াত মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। তাদের সার্বিক উৎসাহে এই করোনা ঝুঁকি উপেক্ষা করে আলহাজ্ব কোরবানি আলী অর্থায়নের পাশাপাশি নিজে নিয়মিত এসে কাজটির তদারকি করেছিলেন। এরফলে অল্প সময়ে কাজটি সম্পন্ন হয়। নবনির্মিত পুকুর ঘাটের ফলে উপকৃত হবে মাদ্রাসার শিক্ষকের পাশাপাশি অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীরা।

কোরবান আলী বলেন, “করোনা প্রাদুর্ভাবের কারণে প্রবাসে স্ত্রী-সন্তান রেখে দেশে এসে আটকে যায়। দীর্ঘদিন ধরে নিজ পরিবারের বাইরে থাকার পাশাপাশি করোনা ঝুঁকির কারণে প্রতিনিয়ত আশংকায় দিন কাটছে আমি ও আমার পরিবারের। কিন্তু এরপরও এই ধরণের সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে সম্পৃক্ত হতে পেরে ভাল লাগছে। এই পুকুর ঘাটটি খুবই প্রয়োজনী হয়ে দাঁড়িয়েছিল তৈয়্যবিয়া মাদ্রাসার জন্য। এখন এর সুফল পাবেন মাদ্রাসা সংশ্লিষ্ট সবাই।”

উল্লেখ্য এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে খাদ্য সহায়তা দিয়ে এসেছিলেন। এরমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ঈমাম-মোয়াজ্জিনদেরও খাদ্য সহায়তা দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। এছাড়া এ রহমান গ্রুপের ভাড়াটিয়াদের উপহার সামগ্রী দেওয়া এবং করোনায় যখন চারপাশে মৃত্যুর মিছিল শুরু হয় তখন তিনি রাহাতিয়া দরবারের দাফন টিমের সদস্যদের জন্য নিরাপত্তা সরঞ্জাম দিয়ে মহান এই কাজে নিজেকে সম্পৃক্ত করেন। এভাবে এ রহমান গ্রুপের উদ্যোগে এরকম নানা ব্যতিক্রমী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন আলহাজ্ব কোরবান আলী।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়