লামা প্রতিনিধিঃ লামা জেলা পরিষদের উদ্যোগে ১২৫০০ চারা বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে লামা উপজেলা পরিষদের আয়োজনে চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
১৯ জুলাই রবিবার সকালে ভার্চুয়ালের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান-২০২০ এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি ।
ফলজ, বনজ ও ওষুধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়ইচিং মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ, রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ প্রমুখ।