[english_date] | [bangla_day]

৬নং ওয়ার্ডের জন্য চিকিৎসা সামগ্রী দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

চিটাগাং মেইল : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের জন্য ওয়ার্ড আওয়ামী লীগকে ১৮ জুলাই শনিবার মশক নিধনের লক্ষ্যে ফগার মেশিন ও চিকিৎসা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন বীর চট্টলার কৃতি সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

এই চিকিৎসা সামগ্রী গ্রহণের সময় উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. সামশুল আলম, সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম. আশরাফুল আলম, মো. আব্দুর রাজ্জাক, আবু সাঈদ সুমন প্রমুখ।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, আওয়ামী লীগ সরকার হল জনবান্ধব সরকার। করোনার এই কঠিন পরিস্থিতিতে বর্তমান সরকার জনগণের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই সাথে করোনায় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার অনুরোধ করেন।

করোনা ভাইরাস ও মশক নিধনের জন্য চিকিৎসা সামগ্রী প্রদানকারী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপিকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারি বলেন, কাল মহাকাল এই চিকিৎসা সেবা ও সহযোগিতার কথা মনে রাখবে ওয়ার্ডবাসী। মনে রাখবে সমাজ পরিবার রাষ্ট্র। মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে সভ্যতাকে বিনির্মাণ করে চলেছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়