থানচি প্রতিনিধি: থানচিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানচি সদর ইউনিয়ন যাতায়ত সড়কের তিন রাস্তার মাথা হতে আমতলি পাড়া সড়কের উন্নয়ন কাজ চলছে হেলিপ্যাডে জমা রাখা মাটি নিয়ে ।
জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর অধীনে বাস্তবায়ন হতে যাওয়া তিন রাস্তার মাথা হতে আমতালি পাড়া ফরেষ্ট অফিস সংলগ্ন বট গাছ পর্যন্ত সড়ক নির্মানে ঠিকাদারি কাজ পায় ঠিকাদার আহমদ নবী।কিন্তু সড়ক নির্মান কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি যা টেকসই নয়।
এই বিষয়ে নির্মান কাজ স্থলে কথা হয় মোঃকাইছার নামে কাজের তদারককারীর সাথে। বালির পরিবর্তে মাটি দেওয়া হচ্ছে কেনো তার কারণ জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি জানিনা, নবী সাহেব আমাকে কাজ করে দিতে বলছে তাই করে দিচ্ছি। যেভাবে করে দিতে বলছে সেইভাবে করে দিচ্ছি। এখান থেকে রাস্তা ১৬৪০ফুট পর্যন্ত রাস্তার কাজ চলবে ।আপনি প্রয়োজনে কন্ট্রাকটারের সাথে যোগাযোগ করতে পারেন।
তবে উনার দেওয়া মোবাইল নাম্বার ০১৫৫৩৫৫৮৫৭২ নাম্বারে সংযোগ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফিরে আসার পরে দেখা হয় আজিজ নামে সাইটের মাঝির সাথে। তিনি বলেন, তার সাথে আলাপকালে তিনি বলেন, আসলে ঝংকার বালির দাম ৮০ থেকে ১০০ টাকা। এতদামে বালি দিয়ে কাজ করা যায়না তাই এই মাটি বালি ব্যবহার করা হচ্ছে।
এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন, বালির পরিবর্তে মাটি দেওয়ার কথা শুনার সাথে সাথে কাজ বন্ধ রাখতে বলেছি। যতক্ষন পর্যন্ত বালি ব্যবহার না হবে ততক্ষণ কাজ শুরু করা হবে না।