[english_date] | [bangla_day]

সীতাকুন্ড ভাটিয়ারীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,পণ্য জব্দ প্রতিষ্ঠান সিলগালা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ উত্তর চট্টগ্রামে সীতাকুন্ডের ভাটিয়ারী নেভী রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ভেজাল পণ্য তৈরি করে আসছে বলে জানা গেছে।

১৪ জুলাই মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় নেভী রোড সংলগ্ন নুরুল ইসলামের বাড়িতে স্থাপিত কারখানায় এই অভিযান চালায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে তারা ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি বিএসটিআই এর লগো নকল করে এহেন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।চা- পাতা , ডিটারজেন্ট এবং দাঁতের মাজন সহ ০৪ ধরণের নকল পণ্য একি ঘরে উৎপাদন করে আসছে এই প্রতিষ্ঠান।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, বাড়িটিতে অভিযান চালিয়ে ০৪ ধরনের বিএসটিআই এর নকল লগো বিশিষ্ট পণ্য পাওয়া গেছে। বিপুল পরিমাণ পণ্য জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়