[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ৬ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা: নতুন আক্রান্ত ১৮৭ জন

Info Chittagong

চিটাগাং মেইল : চট্টগ্রামের চারটি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরও ১৮৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৬ হাজার ৯৮ জনে।

শনিবার (২০ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে ৯২ জন চট্টগ্রাম নগরের এবং ৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।Info Chittagogng

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে মোট ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২৬৯টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৪টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন, সিভাসুতে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন, চমেক ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের করোনা শনাক্ত হয়। তবে এইদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলের তথ্য পাওয়া যায়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু এবং ২০ জনের সুস্থ হওয়ার তথ্য দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়