সীতাকুণ্ড প্রতিনিধি: করোনা পজিটিভ সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা পরিক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. নুরুদ্দিন রাশেদ জানান, গত ১৪ জুন দুপুরে সীতাকুন্ড ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরিক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তা নিশ্চিত করেন ছোট ভাই এস এম আল নোমান।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আলহাজ্ব এস এম আল মামুন কয়েকদিন ধরে শারীরিক সুস্থতায় ভুগছিলেন। একারণে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।