ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম আর নেই। ৭২ বছরের সংক্ষিপ্ত জীবনে সিরাজগঞ্জ-১ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রায় ৩০ বছরই তিনি সংসদ সদস্য ছিলেন। প্রত্যেকবারই তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমান সংসদে তিনিসহ মাত্র ১০ জন সংসদ সদস্য আছেন, যারা ছয়বার নির্বাচিত হয়েছেন।
জাতীয় সংসদের আইন শাখা-২ থেকে এই তথ্য পাওয়া গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
মোহাম্মদ নাসিম ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হন।