ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সালে আহম্মদ (৬৮) নামে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে রবিবার (৭ জুন) সকাল ১০ টার সময় মারা যান। ৪-৫ দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন ওই ব্যক্তি।
গতকাল সালে আহম্মদের করোন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রির্পোট আসার পর জানা যাবে তিনি করোনা ভাইরাসের আক্রান ছিলা কিনা।
মৃত সালে আহম্মদ ৪-৫ দিন আগে জ্বর সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগরীর একটি বেসকারী হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রত তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিও তে ভর্তি করানো হয়। আইসিওতে আজ সকাল ১০টার সময় তিনি মারা যান।
নিহত সালে আহম্মদের মেয়ের জামায় গিয়াস কামাল সাগর বলেন, আমার জেঠা শুশুর বেশকয়েক দিন অসুস্থ ছিল তিনি আজ সকালে মা ও শিশু হাসপাতালে মারা যান। নিহত সালে আহম্মদ ভদ্র ও সৎ মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিল।
উল্লেখ্য, ২দিনে সীতাকুণ্ডে করোনা উপসর্গ নিয়ে ৪জন মারা যান।