[english_date] | [bangla_day]

নমুনা পরীক্ষা করাতে হলে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে

ডেস্ক রিপোর্ট: এখন থেকে স্বাস্থ্য অধিদফতরের বুথগুলোতে কোভিড পরীক্ষার নমুনা দেয়ার আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। রোববার (৭ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদফতরের বুথগুলোতে করোনা টেষ্ট করতে কোনো টাকা লাগে না। তাই কোন ধরণের অর্থ লেনদেন না করতেও অনুরোধ করা হয়।

ডা. নাসিমা সুলতানা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক কর্তৃক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়। করোনাটেস্টডটব্র্যাকডটনেট (coronatest.brac.net) এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে এলেই তার নমুনা সংগ্রহ করা হবে।

করোনার থাবায় গোটা পৃথিবীর মতো দুর্বিসহ সময়ে আছে বাংলাদেশ। রোববার ৯২তম দিনে জানা গেলো, গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ৪২ জন। এদিন প্রায় সাড়ে ১৩ হাজার নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৩ জনের দেহে পাওয়া গেছে অদৃশ্য এই ভাইরাস।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়