নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল মোনায়েম খান (৫৭)। তিনি ইংরেজি দৈনিক দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।
রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চমেক সূত্র জানায়, গত বুধবার ( ৩ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। আজ রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
এর আগে দ্যা ডেইলী স্টার, ডেইলী সান কক্সবাজার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক দৈনন্দিনের সম্পাদকও ছিলেন। আবদুল মোনায়েম খান (৫৭) কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় বসবাস করতেন। তিনি কক্সবাজার জেলার মহেশখালীর উপজেলার মাতারবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।