[english_date] | [bangla_day]

করোনায় মারা গেলেন সাংবাদিক আবদুল মোনায়েম খান

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল মোনায়েম খান (৫৭)। তিনি ইংরেজি দৈনিক দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চমেক সূত্র জানায়, গত বুধবার ( ৩ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। আজ রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

এর আগে দ্যা ডেইলী স্টার, ডেইলী সান কক্সবাজার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক দৈনন্দিনের সম্পাদকও ছিলেন। আবদুল মোনায়েম খান (৫৭) কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় বসবাস করতেন। তিনি কক্সবাজার জেলার মহেশখালীর উপজেলার মাতারবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়