[english_date] | [bangla_day]

খুলছে দোকান-শপিংমল, বন্ধ করতে হবে বিকেল ৪টার মধ্যেই

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের কারণে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত চলবে। এরপর সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সাথে স্বাস্থ্যবিধি মেলে দোকান-পাট, শপিংমলগুলো চালু থাকবে।

তবে বিকেল ৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, দোকান-পাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

আরো বলা হয়েছে, শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকান-পাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়