ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ টানা ৬৬ দিনের ছুটিতে ছিল। আগামী ৩০ মে পর্যন্ত চলবে এই সাধারণ ছুটি। এরপর ৩১ মে থেকে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস।
সেই সঙ্গে সীমিত আকারে দোকানপাট, শপিংমল, গণপরিবহন চলবে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে সরকার।
আর যে এই নির্দেশনা অমান্য করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে মাস্ক পরার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, সর্বাবস্থায়ই বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।