[english_date] | [bangla_day]

রাজশাহীতে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি, আহত ১০

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বাঘা উপজেলায় একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একপক্ষ গুলি ছুঁড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত গুলিবিদ্ধ ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে বাঘার পদ্মার চরের নওশারা গ্রামে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাব্বির আলী ও আলমাসকে আটক করেছে পুলিশ। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

গুলিতে আহতরা হলেন, লালু মন্ডলের ছেলে উজ্জ্বল (৩০), আবদুল মান্নানের ছেলে আলিফ (২০), মৃত আবদুস সালামের ছেলে শাকিল (১৯), মৃত আজহার আলীর ছেলে মহিকারী (৭০)।

এছাড়া আহতরা হলেন- আবেদ আলী প্রমাণিকের ছেলে আলমঙ্গীর (৩৫), শরিফ (৪০) ও জালাল (৪৫) তারা আহম্মেদ মন্ডলের ছেলে, মৃত শমসের মন্ডলের বেলাল (৩৪), মৃত আকবর আলীর ছেলে টুটুল (৩৫)।

সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। আজ বুধবার বেলা ১২টার দিকে বাঘার গড়গড়ি ইউনিয়নের নওসারা পদ্মার চর গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় একপক্ষ অন্যপক্ষকে এয়ারগান দিয়ে গুলি করেছে। পাঁচজনের হাতে, বুকে, পিঠে, নাকে গুলি লেগেছে। তবে স্থানীয়রা বলছেন, গুলিতে আহত হয়েছেন ছয়জন। এছাড়া লাঠিসোটার আঘাতে দুইপক্ষের আরও অন্তত চারজন আহত হয়েছেন।

জানা গেছে, ঈদের দিনে নামজ পড়ানোকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে মতবিরোধ হয়। এক পক্ষের গণি মন্ডল ও অন্য পক্ষের আলমগীর হোসেন। আজ বুধবার সকাল সাতটার দিকে গণি মন্ডলের লোকজন একই এলাকার কালামের বাড়িতে একটি আকিকার অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠান চলাকালিন সময়ে আলমঙ্গীর লোকজন গিয়ে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আলমঙ্গীর লোকজন গুলি চালিয়ে পাঁচজনকে আহত করে ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ইয়ার গানের গুলিতে চারজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইজনকে আটক করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়