ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সংসদে আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (২৭ মে) সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
ইহসানুল করিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং তার (রাজাপাকসে) তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। টেলিফোন কথোপকথনে দুই প্রধানমন্ত্রীর আন্তরিক ভাব বিনিময় করেছেন এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার বিষয়টিও নিশ্চিত করেছেন। দুই নেতা দুই দেশের মানুষের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন, জানান প্রেস সচিব।
ক্ষমতায় আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ ফুট উঁচু একটি ফুলের তোড়া শেখ হাসিনা উপহার পাঠিয়েছেন রাজাপাকসেকে। ১৯৭০ সালের ২৭ মে রাজাপাকসে প্রথম সংসদে যোগ দেন।