[english_date] | [bangla_day]

কাজী মাহবুবুল হক এটলী ও মাজহারুল ইসলামের মৃত্যুতে রেজাউল করিম চৌধুরীর শোক প্রকাশ

চিটাগাং মেইল: জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারন সম্পাদক কাজী মাহবুবুল হক এটলী ও কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়ারপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

শোকবার্তায় রেজাউল করিম চৌধুরী বলেন, কাজী মাহবুবুল হক এটলী একজন সৎ, দক্ষ, মেধাবী ও চৌকস রাজনৈতিক ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন শ্রমিকদের স্বার্থ ও অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে চট্টগ্রামের শ্রমিক জনতার অপূরণীয় ক্ষতি হলো।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রেজাউল করিম চৌধুরী বলেন, মাজহারুল ইসলাম একজন জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গভীর ভাবে শোকাহত।

শোকবার্তায় তিনি বলেন, আমি মহান সৃষ্টিকর্তার কাছে কাজী মাহবুবুল হক এটলী ও মাজহারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাঁদেরকে জান্নাতবাসী করুন।আমিন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়