ডেস্ক রিপোর্ট: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত ৩৭০ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৫ হাজার ১২১ জন।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯১টি এবং পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪৯টি। নাসিমা সুলতানা আরও জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৯৯৩ জন।
পাশাপাশি তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মার গেছে ২১ জন। আক্রান্ত হয়েছে ১২৫১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩২৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৯৩ জনকে।