[english_date] | [bangla_day]

ব্রিটিশ জাহাজে হামলা, পরিস্থিতি উত্তপ্ত

ডেস্ক রিপোর্ট: এডেন উপসাগরে ব্রিটিশ পতাকাধারী একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে দুটি স্পিডবোট নিয়ে সশস্ত্র জলদস্যুরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্সের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স তাদের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রিনিচ সময় সোমবার (১৮ মে) সাড়ে ১২টায় হামলা হয়। ওই এলাকা দিয়ে নিজেদের জাহাজ চলাচলের ওপর সতর্কতা জারি করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, উপকূল থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা দুটি স্পিডবোট নিয়ে ব্রিটিশ জাহাজে হামলা চালায়। এ সময় তাদের লক্ষ্য করে ব্রিটিশ জাহাজ থেকেও গুলি চালানো হয়। এতে জলদস্যুদের হামলা ব্যর্থ হয়েছে। গোলাগুলির ঘটনায় ব্রিটিশ জাহাজের কোনো নাবিক হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোলাগুলিতে জাহাজের ব্রিজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়