[english_date] | [bangla_day]

তারুণ্যের উচ্ছ্বাস ও ফারাজ করিম চৌধুরী

এ.বি.এম তামিমঃ 

বর্তমানে রাউজানে তরুণদের কাছে জনপ্রিয় একটি নাম ফারাজ করিম চৌধুরী।
অনেকদিন ধরে তিনি এলাকায় তরুণদেরকে সংঘবদ্ধ করে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছেন। করোনা মহামারীতে সেটি আরো বেগবান হয়ে উঠেছে। যখন বিত্তবানরা নিজেদের ঘরবন্দী করে রেখছে, রাজনীতিবিদ রা ফটোসেশান ও আত্মপ্রচারে লিপ্ত ঠিক সে সময় কর্মহীন ঘরবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

নিজের প্রতিষ্ঠিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর মাধ্যমে করোনা সংকটে রাউজানে ঘুরে ঘুরে কর্মহীন, শ্রমজীবী ও অসহায় মানুষের সমস্যা ও দুর্দশা চিহ্নিত করছেন।

কর্মহীন শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি তিনি পৌঁছে দিচ্ছেন বিভিন্ন খাদ্যসামগ্রী। ইতোমধ্যে প্রায় ৬৫ হাজার গরিব ও দুস্থ পরিবারকে তিনি খাদ্য সহায়তার আওতায় এনেছেন।
শুরু থেকেই নিজের জীবন ও আত্মীয় স্বজনের মায়া কাটিয়ে মাঠে সক্রিয় রয়েছেন ফারাজ করিম চৌধুরী। রাউজানবাসীর মধ্যে তিনি করোনা জনসচেতনতা তৈরিতে প্রচারপত্র বিতরণ করাসহ হ্যান্ড মাইকে প্রচারণা, নিজে উপস্থিত থেকে জীবাণুনাশক ও ব্লিচিং পাউডার মেশানো পানি দিয়ে রাউজানের প্রধান সড়ক এবং ওয়ার্ডগুলোর মূল সড়কসহ অলি-গলি পরিচ্ছন্ন রাখার উদ্যোগসহ অনেক জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, জাতির এই ক্লান্তি লগ্নে যারা পরম মমতায় সেবার হাত বাড়িয়ে দিয়েছেন করোনার ফ্রন্টলাইনের যোদ্ধা চট্টগ্রামের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ২ হাজার মানুষের জন্য প্রতিরাতে সেহরির খাবার সরবরাহ করছেন। তারপরেও দেশের এই ক্রান্তিকালে এমন উদ্যোগ আজ ২৩ তম দিন পার করছে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় প্রথম দিন থেকেই একের পর এক যুগান্তকারী সব কর্মসূচী নিয়ে মানুষের পাশে থেকেছেন রাউজানের তারুণ্যের মডেল ফারাজ করিম চৌধুরী।
৩ কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করে ৬৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা, ১৫টি ভ্যানগাড়ি করে মানুষের দুয়ারে দুয়ারে মাছ ও শাকসবজি সরবরাহ করা, ১০০ জন ডাক্তার নিয়ে টেলিফোনে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ অনেক প্রশংসিত।

এসব বিষয়ে জানতে চাইলে তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারিভাবে অসহায়, কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

আমিও উদ্যোগ নিয়ে তহবিল গঠন করে প্রায় ৬৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। চেষ্টা করেছি সংকটময় সময়ে কোন না কোনভাবে মানুষের পাশে দাঁড়াতে।

তাঁর এইসব কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছেন তার পিতা রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এম পি।
তাছাড়া স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চাকুরিজীবী ও স্বেচ্ছাসেবীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার সাথে থেকে তাকে সহযোগিতা ও অনুপ্রেরণা যুগাচ্ছেন।

ফারাজ করিম চৌধুরীকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি শুধু রাউজানের জন্যে করবেন, এর বাইরে করবেন না?
উত্তরে তিনি বলেন, আমি মনে করি, জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে উঠা উচিৎ, ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়