[english_date] | [bangla_day]

সনাক চকরিয়া ইয়েস গ্রুপে নতুন নেতৃত্ব নির্বাচন

চিটাগাং মেইল: ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া ইয়েস গ্রুপের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এ নির্বাচনে লামা মাতামুহুরি সরকারি ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: আলী মুর্তজা টিটু দলনেতা, চকরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোকেয়া পারভীন রুক্সি এবং চকরিয়া সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম সহ-দলনেতা হিসেবে সর্ব-সম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।

১৭ মে রবিবার সদ্য সাবেক ইয়েস দলনেতা জনাব নাসরিন আক্তার সুমোর সভাপতিত্বে ভার্চুয়ালী ভাবে ইয়েস সভা অনুষ্ঠিত হয়।

সহকারি ব্যাবস্থাপক (অর্থ ও প্রশাসন) মিটন বনিক বাবু’র সঞ্চালনায় বিকেল তিনটায় অনুষ্ঠিত উক্ত সভায় সংযুক্ত ছিলেন, টিআইবি চট্টগ্রাম ক্লাষ্টারের প্রোগ্রাম ম্যানেজার-সিই জসিম উদ্দীন, টিআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার এ.জি.এম জাহাঙ্গীর আলম, সনাক চকরিয়া ইয়েস উপ-কমিটির আহবায়ক সন্তোষ কুমার সুশীল, কক্সবাজার ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা মেহেরুন জান্নাত নিসা, সহদলনেতা জায়েদ ইকবাল রাকিব, সাবেক ইয়েস দলনেতা ইসফাতুল হোসেন ইসফাত, সাবেক ইয়েস সহ-দলনেতা আরমান মাহমুদ, ইয়েস সদস্য কহিন আল ইসলাম, নুর মোহাম্মদ সহ ইয়েস সদস্যগণ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়