চিটাগাং মেইল: ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া ইয়েস গ্রুপের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
এ নির্বাচনে লামা মাতামুহুরি সরকারি ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: আলী মুর্তজা টিটু দলনেতা, চকরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোকেয়া পারভীন রুক্সি এবং চকরিয়া সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম সহ-দলনেতা হিসেবে সর্ব-সম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।
১৭ মে রবিবার সদ্য সাবেক ইয়েস দলনেতা জনাব নাসরিন আক্তার সুমোর সভাপতিত্বে ভার্চুয়ালী ভাবে ইয়েস সভা অনুষ্ঠিত হয়।
সহকারি ব্যাবস্থাপক (অর্থ ও প্রশাসন) মিটন বনিক বাবু’র সঞ্চালনায় বিকেল তিনটায় অনুষ্ঠিত উক্ত সভায় সংযুক্ত ছিলেন, টিআইবি চট্টগ্রাম ক্লাষ্টারের প্রোগ্রাম ম্যানেজার-সিই জসিম উদ্দীন, টিআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার এ.জি.এম জাহাঙ্গীর আলম, সনাক চকরিয়া ইয়েস উপ-কমিটির আহবায়ক সন্তোষ কুমার সুশীল, কক্সবাজার ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা মেহেরুন জান্নাত নিসা, সহদলনেতা জায়েদ ইকবাল রাকিব, সাবেক ইয়েস দলনেতা ইসফাতুল হোসেন ইসফাত, সাবেক ইয়েস সহ-দলনেতা আরমান মাহমুদ, ইয়েস সদস্য কহিন আল ইসলাম, নুর মোহাম্মদ সহ ইয়েস সদস্যগণ।