এবার নিম্মবিত্তদের পাশে বাকলিয়া সরকারি কলেজের এইচ এস সি’১৩ ব্যাচ
করোনার এই করুন পরিস্থিতে পবিত্র এই মাহে রমজানে করোনা বিপর্যে পর্যদুস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি উদ্যেগে’র দ্বিতীয় পর্যায় সম্পন্ন করলো বাকলিয়া সরকারি কলেজ ব্যাচ’১৩
উল্লেখ্য ইতোপূর্বে ৮মে’২০ প্রথম ধফায় এই কার্যক্রম শুরু করা হয় তৎপর আজ ৯ মে’২০ দ্বিতীয় ধফা সম্পন্ন হয় এবং পর্যায়ক্রমে এমন মানবিক কাজ চলমান থাকবে।
এই উদ্যেগের ধারাবাহিকতায় CGCI 13 ব্যাচের মোরশেদ গ্রামের বাড়ির আশেপাশের প্রায় ৫০টি পরিবারের মাজে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উক্ত ব্যাচের মোরশেদ সহ বন্ধুমহলের আরো কয়েকজন