[english_date] | [bangla_day]

দুগ্ধপোষ্য কষ্ট

খোরশেদ মুকুল

ঘুরতে ঘুরতে আটকে যাই ঐ তিলে
বুকের মাঝে গড়ে উঠা নান্দনিক চতুর্ভুজ
সত্যি বলছি,
ইদানিং আর সেলফি তোলা হয় না
রাত জেগে দেখা হয় না সবুজ বাতির অনিয়মিত নৃত্য।

বইয়ে ডুব দিলে ভেসে থাকি ফোলার মতন
মুখ লুকাই নাতিশীতোষ্ণ অন্ধকারে
বুঝে না কেউ সুখ-দুঃখের ধোঁয়াশা
সমুদ্রের আভ্যন্তরীণ ঢেউ
অলকাপুঞ্জ মেঘের নাগাল
অনুভূতির গভীরে নাড়া দেয়া নিরেট অনুভব।

শীতের মাঝে বৃষ্টি আর বৃষ্টিসিক্ত শূন্যতা
হেলেদুলে পা দুলায় অশ্রুভরা আকাশে
আচমকা কোনো হাওয়ায় … না না এখন আর
বিস্মিত হই না দখিনা নাওয়ে
দূরত্ব ঠিকই জানে আপনের গুরুত্ব।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়