চিটাগাং মেইল : করোনা ভাইরাসের কারণে ঈদ উপলক্ষে খুলছে না নগরীর মুরাদপুর মির্জারপুল ক্রোকারিজ ও এলুমিনিয়াম মার্কেট । সমিতির নেতারা বসে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছে।
মুরাদপুর মির্জারপুল ক্রোকারিজ ও এলুমিনিয়াম দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ কোম্পানী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদুল আজম স্বাক্ষরিত সমিতির প্যাডে এ সংক্রান্তে একটি নোটিশ ও জারী করা হয়েছে।
বিজ্ঞাপন: করোনা সুরক্ষায় এই জিনিসটি আপনার প্রয়োজন হতে পারে : এখানে ক্লিক করুন
তাতে বলা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্ত থাকতে ১০ মে থেকে ৩১ মে পর্যন্ত সমিতির অন্তর্ভূক্ত সকল দোকান বন্ধ পূর্ণ দিবস বন্ধ থাকিবে।
সমিতির সকল সদস্য কে এই আদেশ মেনে চলার জন্য ও অনুরোধ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক ।