চন্দনাইশ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দক্ষিন চট্টগ্রামের বানিজ্যিক উপশহর খ্যাত দোহাজারী পৌরসভার স্বনামধন্য শপিং সেন্টার হাজারী টাওয়ার সহ অধিকাংশ মার্কেটই আগামী রবিবার (১০ মে) না খোলার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সংগঠনগুলো। ০৮-মে হাজারী টাওয়ার ব্যবসায়ী ও মালিক সমিতির একটি বৈঠকে আগামী ৩০-মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার ঘোষনা দিয়েছে তারা।
এই সময় উপস্থিত ছিলেন হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী হাসান ও অন্যান্যরা।