সুজন আহসান
তোমাকে পেলে আমার আর কিছুই অপূর্ণ থাকে না,
এই কথাটা ভেবেছিল গতকাল মারা যাওয়া হরিণ শাবকটি।
তার বুকেও ছিল প্রিয়তমার প্রতি অগাধ প্রেম।
অথচ, প্রেমের নামে কিস্তি ভেড়াচ্ছে মানুষ একদুয়ারী খালে।
কে জানত অবুঝ পশুদের বুকেও প্রেম থাকে,
প্রেম থাকে যাযাবর খেচরের।
প্রেমিকাকে খুশি করতে মানুষ হত্যা করছে হরিণ,
স্বদেশের মাটিতে খুন লিখে দিয়ে যারা লুঠিয়ে পড়ছে;
তাদের আমি কীভাবে প্রশ্ন করি?
শাপলাপুর।মহেশখালী কক্সবাজার