[english_date] | [bangla_day]

করোনার ক্রান্তিলগ্নে মধ্যবিত্তে’র পাশে বাকলিয়া সরকারি কলেজের এইচ এস সি’১৩ ব্যাচ

CGCI 2013 গ্রুপ নামে পরিচিত ৫০জন মেম্বার সমন্বয়ে গঠিত মেসেন্জার গ্রুপ থেকে পরিকল্পনার সূত্রপাত।গত ৮/৫/২০২০ করোনার করুন পরিস্থিতে পবিত্র এই মাহে রমজান মাসে প্রথম পর্যায়ে উক্ত গ্রুপে সকল বন্ধুমহলের সার্বিক সহযোগিতায় এক মহতি উদ্যেগ সম্পন্ন করলো বাকলিয়া সরকারি কলেজ ব্যাচ ২০১৩

ওই দিন বিকাল ৩ঘটিকায় উক্ত ব্যাচের বন্ধুমহল মিলিত হয়ে কালামিয়া বাজার,রাহাত্তপুল,চকবাজার,বহদ্দারহাট সহ আরো কয়েকটি স্থানে অসহায় ভাবে বেঁচে থাকা ৫০টি পরিবারের মাজে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
বিজ্ঞাপন: করোনা থেকে সুরক্ষা পেতে এটি আপনার কাজে আসতে পারে। বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন :
এই সময় উপস্থিত ছিলেন উক্ত পরিকল্পনায় নেতৃত্ব থাকা ২০১৩ব্যাচ এর এ এইচ মনসুর,আব্দুল আজিজ,নোমান,মইন,পিয়াল,সোমা,সালমা সহ আরো অনেকে।

পর্যায়ক্রমে ওদের এমন মানবিক কাজ চলমান থাকবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়