মোঃ আবুল হাসেম
কিযে দিন এলো
দিন- দুপুরেও
ডাকাত বেশে চলো!
এখন নেই ফ্যাশনের কোন ছলনা,
আশে- পাশে নেকাব পড়া অনেক ললনা!
নেই কোন বিভ্রান্তি
আহা কি শান্তি, আহা কি শান্তি
ধন্যবাদ করোনা,ধন্যবাদ করোনা
তুমি না এলে অনেক কিছুই বোঝা যেতনা
কোনি আইল্যান্ড,নিউইয়র্ক
০৯.০৫.২০