চিটাগাং মেইল : আগামী রবিবার (১০ মে) চট্টগ্রামের অধিকাংশ মার্কেটই না খোলার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সংগঠনগুলো।
চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সংগঠনগুলো শুক্রবার (৮ মে) দুপুরে এক জরুরি বৈঠক করে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
মিমি সুপার মার্কেটে সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠিত এ বৈঠকে শুধু ইউনুস্কো সেন্টারের ব্যবসায়ী নেতারা দোকান খোলা রাখার পক্ষে অবস্থান নেন।
তবে চট্টগ্রামের অন্যান্য সব মার্কেটের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
চট্টগ্রামে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন বলেও দৈনিক আজাদীকে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী নেতা।
অবশ্য টেরিবাজার, রেয়াজুদ্দিন বাজার এবং তামাকুমণ্ডি লেইনের ব্যবসায়ীরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আগামীকাল শনিবার।
সুত্র: দৈনিক আজাদী।