বাকলিয়া প্রতিনিধিঃ চসিক’র ১৭ নং পশ্চিম বাকলিয়া দেওয়ান বাজার ১ নং গলির প্যরেগ ফ্যাক্টরী সংলগ্ন ইউসুফের বিল্ডিং এ একজন করোনা রোগী সনাক্ত হয়েছে।
আক্রান্ত মোঃ আলমগীরের বাড়ী পটিয়া থানাধীন দক্ষিন আশিয়ায়। তিনি কয়েকদিন ধরে সামান্য শর্দি কাশিতে ভুগছিলেন। উনি সহ পরিবারের ৪ জনের করোনা টেস্ট করার পর আজ ০৮/০৫/২০২০ইং উনি ছাড়া বাকী ৩ জনের রেজাল্ট নেগেটিভ আসে। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলর জনাব এ কে এম আরিফুল ইসলাম ডিউক ও বাকলিয়া থানার টীম এসে পুরো বিল্ডিং লকডাউন করে দেন। এই পর্যন্ত ১৭ নং ওয়ার্ডে মোট ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।