[english_date] | [bangla_day]

২০ লাখে বিক্রি হলো সাকিবের ব্যাট

ডেস্ক রিপোর্ট: টান টান উত্তেজনার মধ্যে বিক্রি হলো নিলামে তোলা সাকিব আল হাসানের ব্যাট। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে যে ব্যাট দিয়ে সাকিব আল হাসান খেলেছিলেন। সেই ব্যাটটা দুঃস্থ মানুষের সহায়তায় নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান।

নিউইয়োর্কে অবস্থিত রাজ নামের একজন বাংলাদেশি প্রবাসী সাকিবের ব্যাটটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছেন। ভিত্তি মূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। উত্তেজনাময় দর কষাকষি শেষে সাকিব আল হাসানের প্রিয় ব্যাট শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। এই অর্থের পুরোটাই যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুর্যোগের সময় অসহায় মানুষদের।

যেভাবে নিলাম উঠে: গতকাল মঙ্গলবার রাতে হুট করেই ফেসবুক লাইভে জানান বিশ্বকাপে খেলা এসজি ব্র্যান্ডের ব্যাটটি নিলামে ওঠানোর ব্যপারে। সে অনুযায়ী আজ বুধবার বিকেল থেকে ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে দর হাঁকানো শুরু করা হয়। প্রথমে সাড়ে ৬ লাখ উঠে, এরপর আরেকটি আপডেট দেয় পেজটি। যেখানে সাড়ে ৮ লাখ টাকা দাম উঠে। তৃতীয়বারে ব্যাটের দাম উঠে ১০ লাখ টাকা। এরপর ব্যাটটির দাম উঠেছে ১০ লাখ ছাড়িয়ে বাংলাদেশী টাকায় ১১ লক্ষ টাকা দাম ওঠে।

বেশ খানিকক্ষণ কিছু না জানালেও রাত ১০টার কিছু পরে অকশন ফর অ্যাকশন পেজ থেকে লাইভে আসেন এই নিলামের আয়োজকরা। রাত সাড়ে ১১টায় জানানো হয় ১৮ লাখ টাকা উঠেছে দাম। শেষ পাঁচ মিনিটে ২০ লাখ দাম উঠে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়