[english_date] | [bangla_day]

৭ জন মৃত মানুষের কার্ডে চাল উঠান মেম্বার

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের সদর উপজেলার সিলিমপুর ইউপির এক ইউপি সদস্যের (মেম্বার) কাছে সাতটি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নিজের কাছে রাখায় একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ইউএনও এই জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে সাতটি কার্ড উদ্ধার করা হয়। কার্ডধারী সবাই মৃত্যুবরণ করেছেন।

টাঙ্গাইল সদরের ইউএনও আতিকুল ইসলাম বলেন, সিলিমপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়র মৃত সাতজন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উঠানোর চেষ্টা করছিলেন।

এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি। এই কার্ডগুলোর মালিক সবাই মারা গেছেন। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে চাল উঠিয়ে করে আত্মসাৎ করে আসছিলেন।

মঙ্গলবার মাধ্যমে একলাখ টাকা জরিমানা করেছি। একইসঙ্গে তার মেম্বারশিপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়