চিটাগাং মেইল : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম ২০ এপ্রিল সোমবার বিকালে ব্যবসায়ী আলহাজ্ব আবু সৈয়দ এর সৌজন্যে ৪০০ (চারশত) মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবু সৈয়দ, সংগঠক মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী প্রমুখ।
কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম দেশের সকল বিত্তবানদের এই করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে তিনি মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সম্মানিত ওয়ার্ডবাসীদেরকে সরকারি ও চিকিৎসকদের নির্দেশনা মেনে বাসা-বাড়ীতে থাকার সবিশেষ অনুরোধ করেন।