ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার আজগরআলী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী। ওই হাসাপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। বর্তশানে তার শারীরিক অবস্থা সন্তোষজনক এবং তিনি আশংকামুক্ত।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও আল্লামা আহমদ শফীর পুত্র মাওলানা আনাস মাদানী সুপ্রভাতকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালটির নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক টিম রোববার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে আল্লামা শাহ আহমদ শফীর চেকআপ শেষে এ কথা জানান বলে তিনি জানিয়েছেন।
মাওলানা আনাস মাদানী সোস্যাল মিডিয়ায় আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে একটি মহলের রটানো গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। তিনি ও তাঁর পরিবারের পক্ষ হতে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কমানা করেন।
উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বাধ্যর্কজনিত বিভিন্ন রোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে ১০৫ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রামের প্রর্বতক মোড়স্থ সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আজগরআলী হাসপাতালে নেওয়া হয়েছে।