[english_date] | [bangla_day]

চট্টগ্রামে নানা আয়োজনে মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। রোববার (১ মে) সকাল থেকে সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে।

সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের ব্যানারে উদীচী, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, চট্টগ্রাম থিয়েটার, সৃজামী ও সংগীত ভবনের উদ্যোগে সকালে নগরীর জামালখান মোড়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে গণসংগীত, আবৃত্তি, পথনাটক ও কথামালায় অংশ নেন শিল্পীরা।

YouTube player

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি সুনীল ধর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসিত বরণ, বোধনের যুগ্ম সম্পাদক ইসমাইল সোহেল চৌধুরী, সৃজামীর সভাপতি সুজিত চক্রবর্তীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠকরা।

এসময় শ্রমিকের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দেশে বিভিন্ন ক্ষেত্রে চলমান শ্রমিক হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।

এর বাইরে নগরের কাজির দেউরি এলাকায় মে দিবসের মিছিল করেছে হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়