নিজস্ব প্রতিবেদক: এসো মিলি ঈদ আনন্দে এ বিষয়টি মাথায় রেখে শীতল ড্রিংকিং ওয়াটারের উদ্যোগে ঈদ উপলক্ষে গরীব দুঃখিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে প্রায় ৫০ জন মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শীতল ড্রিংকিং ওয়াটারের সাহাব উদ্দিন ও শ্রী সজীব রায়।

শ্রী সজীব রায় জানান, ব্যবসার পরিচালনার পাশাপাশি সামাজিক দ্বায়বদ্ধতা থেকে নিয়মতিভাবে এই কার্যক্রম পরিচালনার করে আসছি আমরা। করোনাকালেও সাধ্যমতো ত্রাণ বিতরণ করেছি । সামাজিক উন্নয়ন ও গরীব দু:খিদের সেবায় নিয়মিত এই ধরণের কাজে সকলের এগিয়ে আসা উচিৎ বলেও মনে করেন তিনি।