[english_date] | [bangla_day]

ঈদে হাবিবের সুরে ফেরদৌস ওয়াহিদের গান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় পপস্টার ফেরদৌস ওয়াহিদ ছেলে হাবিব ওয়াহিদের সুরে ১৫টির মতো গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ দুই বছর আগে একটি কোম্পানির থিম সং-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি।

এবার ঈদ উপলক্ষে হাবিবের সুরে একটি নতুন গানে কণ্ঠ দিলেন ফেরদৌস ওয়াহিদ। গানের শিরোনাম ‘নীল শাড়ি’।

YouTube player

জানা যায়, গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। এ গানটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।

গানটির বিষয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, হঠাৎ করে হাবিব স্টুডিওতে ডেকে গানটি শুনিয়ে বলল ভয়েস দাও। মনে হলো সেই সত্তর দশকের ওয়েস্টার্ন মিউজিকে গানটি গাইলাম! এমন গানে কণ্ঠ দেওয়ার পর মন খুশিতে ভরে যায়। এ যেন ছেলের কাছ থেকে ঈদের উপহার।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়