[english_date] | [bangla_day]

চসিক মেয়রের সাথে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সৌজন্য সাক্ষাৎ

চিটাগাং মেইল ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীল মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সাথে আজ সকালে বাটালি হিলস্থ অস্থায়ী কার্যালয়ে মেয়রের দপ্তরে তাঁর সাথে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি মোঃ হারুনের নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

YouTube player

সাক্ষতকালে মেয়ের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন, আয়বর্ধক প্রকল্পের ধারণা তুলে ধরার জন্য প্রস্তাব করেন।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ হারুন জানান, শহরের বিভিন্ন রাস্তার পাশে অব্যবহৃত জায়গায় এবং অন্যান্য স্থানগুলো কিভাবে অত্যাধুনিক উপায় সাজানো যায় তা প্রেজেন্টেশনের মাধ্যমে মেয়র কে অবহিত করেন। এ সময় চসিকের প্রকৌশলী আশিকুর ইসলাম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রচার সম্পাদক মো. আবুল হাশেম, দপ্তর সম্পাদক মো.শাহ আলম, সাইফুদ্দিন ফোরকান, ইফতেখার আহম্মদ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃদ্ধ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়