[english_date] | [bangla_day]

মিরসরাই ট্র্যাজেডির ১০ বছর আজ

সাবরিনা তানজিন দোলা: মিরসরাই ট্র্যাজেডির দশ বছর পূর্ণ হচ্ছে আজ ১১ জুলাই, রোববার। স্মরণকালের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ভয়াল স্মৃতি ঘিরে আজও স্বজনদের কান্না, আর্তনাদ-আহাজারি চলছে। চোখের সামনে ভেসে ওঠে কারো ভাই, কারো সন্তান, কারো বন্ধু-স্বজন, সহপাঠী কিংবা প্রিয় ছাত্রদের নিঃশেষ হয়ে যাওয়ার দৃশ্যপট।

YouTube player

২০১১ সালের ১১ জুলাই, সোমবার একটি সড়ক দূর্ঘটনা শোকবিহ্বল করে তুলছিল সমগ্র জাতিকে। সেদিন মিরসরাই উপজেলা সদরের ষ্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিলো শিক্ষার্থীরা। ফেরার পথে বড়তাকিয়া আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় চালকের অসতর্কতায় প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বহনকারী মিনি ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়।

এই ঘটনায় আবুতোরাব উচ্চবিদ্যালয়, আবুতোরাব কলেজ, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী ও একজন এলাকাবাসী ঘটনাস্থলে নিহত হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ছয়জন। ৪৫টি তাজা প্রাণ মুহূর্তেই স্মৃতি হয়ে মিলিয়ে যায় সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনায়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়